বড় চমকে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া March 5, 2020 7,433
বড় চমকে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। যার ফলে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগাররা। আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুইদল।


ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল। আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


প্রথমবারের মত এই দলে ডাক পেয়েছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে খেলা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন।


জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।


• টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ


১ম টি-টোয়েন্টি- ৯ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা ৬ টা


২য় টি-টোয়েন্টি- ১১ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা ৬ টা