এগিয়ে আনা হলো পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচটি

ক্রিকেট দুনিয়া March 5, 2020 1,796
এগিয়ে আনা হলো পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচটি

বিসিবির অনুরোধের প্রেক্ষিতে ম্যাচের সূচি পরিবর্তন করলো পিসিবি। পূর্ব সূচি অনুযায়ী একমাত্র ওয়ানডে ম্যাচটি ৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি হবে ১ এপ্রিল।


নানা জল্পনা-কল্পনার পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যায় বাংলাদেশ। তিন ধাপের পাকিস্তান সফরের দুই ধাপ শেষ করেছে বাংলাদেশ। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ, এরপর একটি টেস্ট খেলে আসে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ধাপে এপ্রিলে একটি ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট খেলতে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।


জানুয়ারি থেকে শুরু হয় এই সফর, শেষ হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে। তবে করোনাভাইরাস আতঙ্কে সারা বিশ্বে যখন বিভিন্ন টুর্নামেন্ট বাতিল বা পিছিয়ে দেয়া হচ্ছে, তখন পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচটি এগিয়ে আনা হলো।


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিচালক জাকির খান জানিয়েছেন, মূলত করাচি টেস্টের আগে একটু বেশি সময় পাওয়ার জন্যই এই ম্যাচটি এগিয়ে আনা হয়েছে। - আমাদের সময়