জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ...

ক্রিকেট দুনিয়া March 3, 2020 1,679
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ...

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয় পেলেই তিন ম্যাচ সিরিজের শিরোপা নিজেদের করে নিতে পারবে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ৩২১ রান করে সবচেয় বড় জয় পায় বাংলাদেশ।


লিটন দাসের সেঞ্চুরিময় ম্যাচে ১৬৯ রানের রেকর্ড জয় পাওয়া দলটি নিশ্চয়ই দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ভাঙবে না। দলে যেহেতু কোনো ইনজুরি নেই সেহেতু প্রথম ওয়ানডের সেই দল নিয়েই ট্রফি জয়ের লড়াইয়ে নামতে পারে বাংলাদেশ।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, ওয়েসলে মাধেভেরে, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুতমবদজি, ডোনাল্ড টিরিপানো, অ্যাইনসলে এনলভু, ক্রিস এমপুফু ও কার্ল মুম্বা।