পাকিস্তানই ঠিক করবে এশিয়া কাপ কোথায় হবে : পাপন

ক্রিকেট দুনিয়া March 2, 2020 933
পাকিস্তানই ঠিক করবে এশিয়া কাপ কোথায় হবে : পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এশিয়া কাপ কোথায় হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্ধারণ করবে।


রোববার সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আরও বলেছেন, ভারত যেহেতু পাকিস্তান সফরে গিয়ে খেলতে চায় না, তাছাড়া ভারতকে ছাড়াও আমরা এশিয়া কাপ খেলতে চাই না। যে কারণে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হওয়ার চান্স বেশি। তবে এখনও সিদ্ধান্ত হয়নি এশিয়া কাপ কোথায় হবে।


তিনি আরও বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত হবে আসরটি কোথায় হবে। সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। তবে এখনও চূড়ান্ত নয়। আয়োজক যেহেতু পাকিস্তান তারাই নির্ধারণ করবে এশিয়া কাপ কোথায় হবে।


এশিয়া কাপের এবারের আসর বাংলাদেশে আয়োজনের সুযোগ আছে কি? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, এবারের আয়োজক পাকিস্তান, তারাই সিদ্ধান্ত নেবে কোথায় হবে। এখানে আমাদের বলার কিছু নেই।


সূত্রঃ যুগান্তর অনলাইন