সিরিজ জয়ের লক্ষ্যে কাল মাঠে নামবে টাইগাররা

ক্রিকেট দুনিয়া March 2, 2020 1,177
সিরিজ জয়ের লক্ষ্যে কাল মাঠে নামবে টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের পর এবার ওয়ানডে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ১৬৯ রানের জয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক বাংলাদেশ।


সিরিজ জয় নিশ্চিত করতে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে মাশরাফি তামিমরা।


রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। এছাড়া আফ্রিকান দলটির বিপক্ষে টানা ১৪ ম্যাচ জয়ের নজিরও গড়েছে মাশরাফী বাহিনী।


দ্বিতীয় ওয়ানডের একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারে জিম্বাবুয়ে। তবে অপরিবর্তিত দল নিয়েই খেলতে দেখা যেতে পারে স্বাগতিক দলকে।


মঙ্গলবার ওয়াডেতে ৭৪তম বারের মত একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগের ৭৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে ও জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে।


সূত্রঃ অনলাইন