জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে মিশন শুরু করেছে টাইগাররা। রবিবার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে দারুন পারফর্ম করেছেন লিটন দাস।
দারুণ স্ট্রাইকরেটে ক্যারিয়ার সেরা ১২৬ রানে পেশিতে টান পেয়ে উঠে যান লিটন দাস। এতে হয়ত আফসোসে পুড়েছেন অনেক লিটন ভক্তই। আশা করেছিলেন ডাবলের। তবে আফসোস করেন নি লিটন দাস। কেননা তার ভাবনায় ছিল পরবর্তী ম্যাচ।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, আমার ম্যাচিউরিটি লেভেল আগের চেয়ে ভালো হয়েছে। ক্রিকেট খেলা দেখলে অনেক সময় বোঝা যায়। আমার ব্যাটিং দেখে হয়ত আপনারাও বুঝতে পারছেন যে লিটন দুইবছর আগে ছিলাম, সে লিটন এখন নেই।
আউট হবো এটা স্বাভাবিক বিষয়। আউট হবো, রান করব। কিন্তু খেলার যে একটা ধরণ সেটা মনে হয় পরিবর্তন হয়েছে।