জিম্বাবুয়েকে ৩২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া March 1, 2020 1,048
জিম্বাবুয়েকে ৩২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ আট মাস পর খেলতে নামা টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


ব্যাট করতে নেমে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধািরিত ৫০ ওভার শেষে ৩২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। শেষে ব্যাট করতে নেমে ঝড়ো ১৫ বলে ২৮ রান নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে এনে দেন সর্বোচ্চ সংগ্রহ।


প্রথমে ব্যাট করতে নেমে অভিষিক্ত মাদিভিরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে যান তামিম। তার বিদায়ের পর ব্যক্তিগত ২৯ রানে মুতোমবুদজির বলে ফিরেন শান্ত। এরপর ট্রিপিয়ানোর বলে মুতোমবুদজির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে ফিরেন মুশফিক।


ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ১০৫ বলে ১২৬ রান করে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। শেষদিকে মিঠুন ৫০ ও সাইফউদ্দিনের ঝড়ো ২৮ রানে ভর করে ২২১ রান করে বাংলাদেশ। - আমাদের সময়