বাংলাদেশের বিরুদ্ধে বদলি হিসেবে কোচিং স্টাফের নাম দিলো জিম্বাবুয়ে

ক্রিকেট দুনিয়া March 1, 2020 1,330
বাংলাদেশের বিরুদ্ধে বদলি হিসেবে কোচিং স্টাফের নাম দিলো জিম্বাবুয়ে

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ইতিমধ্যে মাঠে নেমে গেছে দু’দল। তবে একাদশ ঘোষণার পর জিম্বাবুয়ের তালিকা দেখে কিছুটা চমক লাগলো। বদলি ক্রিকেটারের তালিকায় স্টুয়ার্ট মাতসিকেনেরির নাম রেখেছে জিম্বাবুয়ে, যিনি দলটির কোচিং স্টাফের একজন সদস্য।


বদলি ক্রিকেটার অর্থাৎ ফিল্ডার হিসেবে নামতে পারবেন চার্লটন। এছাড়া ম্যাচে যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলেও মাঠে নামতে পারবেন স্টুয়ার্ট। ইনজুরিতে আছেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ক্রেইগ আরভিন। ওয়ানডে দলের নিয়মিত সদস্য তিনি।


কিন্তু এই ম্যাচে বদলি ক্রিকেটার হওয়ার মতোও ফিট নন। এছাড়া শন উইলিয়ামস এখনও দেশে আসেননি। তাই বাধ্য হয়েই স্টুয়ার্টের নাম রেখেছে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট। ১৬ নম্বর সদস্য হিশেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। - আমাদের সময়