মাশরাফির হাতে নেতৃত্ব আসার আগে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার আরো একবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত এ ব্যাটসম্যান। টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘অধিনায়কত্বের ব্যাপারটা আমার হাতে নেই।
এটা অনেক সম্মানের একটা কাজ। সবারই একটা স্বপ্ন থাকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার এবং নিজের দেশকে নেতৃত্ব দেয়ার। এটাতো অবশ্যই সবার কাছে আসে না। তো ওরকম কোনো প্রস্তাব যদি ভবিষ্যতে আসে তাহলে আমি ভেবে দেখতে পারি।’
এদিকে মাশরাফি বিন মর্তুজার বিদায় নেয়ার পর দলের নেতৃত্ব কে নিবেন তা নিয়ে বিসিবির রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অভিজ্ঞতার বিচারে আসলে অবশ্য মুশফিকের হাতেই উঠবে নেতৃত্ব। - আমাদের সময়