অবশেষে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

ক্রিকেট দুনিয়া February 29, 2020 4,859
অবশেষে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপের। কিন্তু নিরাপত্তা ও দুই দেশের বৈরি রাজনৈতিক কারণে পাকিস্তানে এশিয়া কাপে অংশ নিতে চায়নি ভারত।


যার ফলে শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে না এশিয়া কাপ। এবারের এশিয় কাপ অনুষ্ঠিত হবে দুবাইয়ে এবং ভারত ও পাকিস্তান দুই দলই এশিয়া কাপের অংশ নিবে বলেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন এশিয়া কাপ দুবাইতেই অনুষ্ঠিত হবে এবং ভারত-পাকিস্তান, দুই দেশই এই টুর্নামেন্টে অংশ নিবে।’