সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলংকা। ১৫ সদস্যের দলে ফিরেছেন থিসারা পেরেরা, শেহান জয়াসুরিয়া ও নুয়ান প্রদীপ। দল থেকে ছিটকে গেছেন ভানুকা রাজাপাকসে ও ওশাদে ফার্নান্দো। ৪ মার্চ থেকে শুরু হবে দু'দলের টি-টোয়েন্ট সিরিজ।
নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না থিসারা। চলতি মৌসুমে বিভিন্ন প্রতিযোগিতায় ব্যাট হাতে ১৯৩ রানের পাশাপাশি বল হাতে ১১টি উইকেট নিয়েছেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছেন পেরেরা।
পেস বোলার নুয়ান প্রদীপ গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অপরদিকে অস্ট্রেলিয়া সফরের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি শিহান জয়াসুরিয়াকে।
আগামী ৪ ও ৬ মার্চ দুটি টি-টোয়েন্টিতে মাঠে নামবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।
শ্রীলংকা দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, শিহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মধুশানকা।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ