সময়টা খুব একটা ভাল যাচ্ছেনা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের। বর্তমানে বাংলাদেশ টেস্ট একাদশের বাইরে রয়েছেন তিনি। এরই মধ্যে নতুন এক খারাপ ঘটনার সম্মুখীন হলেন মিরাজ।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। দু’র্বৃত্তরা সোনার অলংকার ও ডলার চুরি করে নিয়ে গেছে।
সুত্রে জানা যায় , জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট চলায় দলের সব খেলোয়াড়ের মতো তাঁকেও থাকতে হয়েছে টিম হোটেলে। হোটেলে মিরাজের সঙ্গে ছিলেন স্ত্রী রাবেয়া আখতারও। গত পাঁচ দিন তাঁর ফ্ল্যাট ছিল ফাঁকা। গতকাল দুজন ফিরে দেখেন চুরি হয়েছে বাসায়।
এছাড়াও পারিবারিক সুত্রে জানা যায়, মিরাজের মায়ের ৭ ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যেটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। সোনার সঙ্গে চুরি হয়েছে ৬ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি ৫ লাখ ১০ হাজার টাকা।
এই ব্যাপারে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ‘ঘটনাটি কীভাবে কারা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।’
এ বিষয়ে মিরাজ সাংবাদিকদের জানান, ‘কীভাবে যে ঘটনাটা ঘটল কিছুই বুঝতে পারছি না। আমি টিম হোটেল থেকে বাসায় ঢুকে দেখি সবকিছু তছনছ।’