বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এর আগে ঢাকায় এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হারে সফরকারীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেট পৌঁছায় তারা। এদিকে আজ সন্ধ্যা ৭টার ফ্লাইটে সিলেটে যাবে বাংলাদেশ দল।
প্রথমে ঠিক হয়ে ছিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্ববুয়ে ওয়ানডে সিরিজ। পরে ভেন্যু পরিবর্তন হয়ে সিলেটে নেয়া হয়।
বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের তিনটিই ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই দিবারাত্রির।
সিলেট পৌঁছে প্রথম দিন বিশ্রাম নিবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উভয় দল অনুশীলনে নামবে।
বিসিবি সুত্রে জানা যায়, ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মাঠে কিছু সংস্কার কাজও করা হয়েছে। শনিবার জেলা স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু হবে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ