র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে গেলেন মুশফিক-মুমিনুলরা

ক্রিকেট দুনিয়া February 26, 2020 1,513
র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে গেলেন মুশফিক-মুমিনুলরা

সম্প্রতি দুর্দান্ত পারফর্মে আছেন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল তারকা মুশফিক-মুমিনুলরা । এছাড়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)-এর এবারের আসরে দারুণ পারফর্ম করছে বাংলাদেশের টাইগাররা । এবারের বিসিএলে যেন সেঞ্চুরির মিছিলে পরিণত হয়েছিল। আর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে পারফর্ম করে র‍্যাংকিংয়ে এগিয়েছেন মুশফিকুর রহিম, নাইম হাসানরা।


বাংলাদেশের মুশফিকুর রহিম মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ডাবল সেঞ্চুরি করে ২০৩ রানটি নিয়ে র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে গিয়েছেন। ২০ নম্বরে (রেটিং পয়েন্ট ৬৫৫) উঠে এসেছেন তিনি। ৫ ধাপ এগিয়েছেন মিরপুরে সেঞ্চুরি করা বাংলাদেশ দলপতি মুমিনুল হকও। তার অবস্থান এখন ৩৯ নম্বরে (রেটিং পয়েন্ট ৫৫৬)।


১১ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ১০৪ নম্বরে নাজমুল হোসেন শান্ত, ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট (২৮৮) নিয়ে। তবে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার (৯/১৫২) অর্জন করা নাইম হাসান দিয়েছেন লম্বা লাফ। ২৯ ধাপ এগিয়ে এখন নাইমের অবস্থান ৩৮ নম্বরে, ক্যারিয়ার সেরা ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে।