বিশ্ব একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে খেলার কথা রয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু এবার তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে কোহলিকে এক ম্যাচের জন্য হলেও চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এশিয়াতে আমরা যেটা করেছি- ভারত থেকে চারটা নাম আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন পর্যন্ত আমরা যেটা জানি, কন্ট্রাক্ট সই হয়নি যদিও। রিশাব পান্ট, কুলদ্বীপ যাদব, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি। আর একটা ম্যাচ লোকেশ রাহুলও খেলবে।’
তিনি আরো বলেন, ‘একটা ম্যাচ কোহলি, একটা ম্যাচ লোকেশ রাহুল- এধরণের কথাবার্তা হচ্ছে। এখন পর্যন্ত এটা ফাইনাল হয়নি, তবে কেউ না কেউ খেলবে (কোহলি ও রাহুলের মধ্যে)। একটা ম্যাচ রাহুল খেলবে এটা বলেছে আমাদের।’