মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টানা ছয় টেস্টে হারার পর জয় পেল টাইগাররা।
তবে জিম্বাবুয়ের টেস্ট ইনিংসে দারুণ জয়ের অন্যতম নায়ক মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অপরাজিত থেকে মুশফিকের ২০৩ রান করেছেন তিনি। আর তাই জিতেছেন ম্যাচ সেরার তকমাও ।
বাংলাদেশের এমন জয়ে আনন্দিত সবাই। এদিকে কদিন পরেই পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ। সেখানে মুশফিকের খেলা উচিত বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেছেন, ‘পাকিস্তানে একটি ভয় ছিল। যারা খেলে আসছে তারা ভয়ে ছিল কিছুটা। তাঁর বাড়ির লোকও তো খেলে আসছে। রিয়াদের কিছু হলে কিছু হবে আর শুধু ওর বেলায় কান্নাকাটি হবে নাকি? আমি আগেও বলেছি আমি জোরাজুরি করবো না। তবে ওর যাওয়া উচিত।’
উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে তিন ভাগে পাকিস্তান সফরে যেতে রাজি হয় বাংলাদেশ। প্রথম দুই ভাগে ছিল টি-টোয়েন্টি সিরিজ এবং একটি টেস্ট। যেখানে খেলেননি মুশফিক। - অনলাইন