টি-টোয়েন্টি সিরিজের বিশ্ব একাদশের স্কোয়াড ঘোষণা

ক্রিকেট দুনিয়া February 25, 2020 3,151
টি-টোয়েন্টি সিরিজের বিশ্ব একাদশের স্কোয়াড ঘোষণা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক ব’ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ’ন্ম শত বার্ষিকি পালিত হবে। ক্রীড়া অঙ্গনেও রাখা হয়েছে শত আয়োজন। এর মধ্যে বড় আকর্ষণ এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের টি-২০ ম্যাচ। বিসিবি ওই ম্যাচের সূচি চূড়ান্ত করেছে।


বিসিবি সূত্রে পাওয়া বিশ্ব একাদশের স্কোয়াডে অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এবং বিশ্ব একাদশের কোচ হিসেবে থাকবেন টম মুডি। এখনো যদিও এশিয়া একাদশের নেতৃত্বের ভার কাকে দেওয়া হবে ঠিক করা হয়নি।


বিশ্ব একাদশের স্কোয়াডঃ


অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), নিকোলাস পুরান, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, কাইরন পোলার্ড, রস টেলর, মিচেল ম্যাকলঙ্ঘান, লুঙ্গি এনগিদি, এন্ড্রু টাই, ও শেলডন কটট্রেল।(কোচ টম মুডি)