মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দ্বিতীয় সেশনে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে করছে সফরকারী জিম্বাবুয়েছে বাংলাদেশ। দিনের শুরু থেকেই সফরকারীদের চেপে ধরে রেখেছিলো নাঈম-তাইজুলরা। সফরকারীদের ১৮৯ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা।
প্রথম ইনিংসে ব্যাট করে ২৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ম্যাচের তৃতীয় দিন প্রথম ইনিংস থেকে ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান তোলে বাংলাদেশ। মুশফিকের ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের শতকে এই রান তুলে স্বাগতিকরা। ২৯৫ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে। দিনের শেষটায় ব্যাট করতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।
সূত্রঃ আমাদের সময়