৫ উইকেট হারিয়ে কাঁপছে জিম্বাবুয়ে, জয়ের কাছে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া February 25, 2020 903
৫ উইকেট হারিয়ে কাঁপছে জিম্বাবুয়ে, জয়ের কাছে বাংলাদেশ

উইকেট পতন, ছক্কা, রান আউট এবং বৃষ্টির আশঙ্কা-সবকিছুরই দেখা মিলল ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালে। লাঞ্চে গেল জিম্বাবুয়ে ৫ উইকেটে ১১৪ রান তুলে। ইনিংস হার এড়াতে তখনো চাই তাদের ১৮২ রান। বাস্তবতা জানাচ্ছে ঢাকা টেস্টে বাংলাদেশের জয় এখন নেহাৎ সময়ের ব্যাপার মাত্র!


চতুর্থ দিনের সকালের সেশনে বাংলাদেশের অর্জন তিনটি উইকেট। দুটি উইকেট পেলেন স্পিনাররা। ৪৯ বলে দ্রুতগতির ৪৩ রান করে রান আউট হয়ে ফিরলেন জিম্বাবুয়ের অধিনায়ক শন আরভিন।


সংক্ষিপ্ত স্কোর:(চতুর্থ দিন লাঞ্চ শেষে)


জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫/১০ (১০৬.৩ ওভারে; মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেলর ১০, সিকান্দার রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১ ও তাইজুল ২/৯০)।


বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬০/৬ ডিক্লেয়ার্ড (১৫৪ ওভারে; সাইফ ৮, তামিম ইকবাল ৪১, নাজমুল হোসেন শান্ত ৭১, মুমিনুল হক ১৩২, মুশফিক ২০৩*, লিটন ৫৩*; আইন্সলে লভু ২/১৭০)।


জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ১১৪/৫ (৩২ ওভারে; কেভিন কাসুজা ১০, টেলর ১৭, আরভিন ৪৩, সিকান্দার রাজা ৩২*; নাঈম হাসান ৩/৪৪)।


সূত্রঃ বার্তা২৪