সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে মুশফিক, সেরা পাঁচে আছেন যারা

ক্রিকেট দুনিয়া February 24, 2020 1,494
সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে মুশফিক, সেরা পাঁচে আছেন যারা

টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। এরই ফলে দারুণ এক রেকর্ড গড়েছেন মুশফিক।


দেশসেরা ওপেনার তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে টেস্ট সর্বোচ্চ রানের মালিক হয়ে যান মুশফিক। যার ফলে দুইয়ে নেমে যান তামিম। এ তালিকায় তিনে আছেন সাকিব আল হাসান।


একনজরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের সেরা পাঁচের তালিকাটি দেখে নিন-


মুশফিকুর রহিমঃ ৪৪১৩ রান, ৭০ ম্যাচ (১৩০ ইনিংস)


তামিম ইকবালঃ ৪৪০৫ রান, ৬০ ম্যাচ (১১৫ ইনিংস)


সাকিব আল হাসানঃ ৩৮৬২ রান, ৫৬ ম্যাচ (১০৫ ইনিংস)


হাবিবুল বাশারঃ ৩০২৬ রান, ৫০ ম্যাচ (৯৯ ইনিংস)


মুমিনুল হকঃ ২৮৬০ রান, ৪০ ম্যাচ (৭৪ ইনিংস)