জিম্বাবুয়ের বিপক্ষে বলে-কয়ে সেঞ্চুরি করলেন মমিনুল হক

ক্রিকেট দুনিয়া February 24, 2020 1,229
জিম্বাবুয়ের বিপক্ষে বলে-কয়ে সেঞ্চুরি করলেন মমিনুল হক

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে কতইনা সমালোচনা হয়েছিল বাংলাদেশ দলকে নিয়ে। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন সেই তালিকায়। অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের মমিনুল হক বলেছিলেন সেঞ্চুরি হবেই। আর সেটি তিনি নিজেই করে দেখালেন।


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিলেন মমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থদিন সকালে ব্যাটিংয়ে নেমেছেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও মুমিনুল হক। সেই সঙ্গে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন লিডের পথে। এখন পযর্ন্ত টাইগাররা লিড নিয়েছে ৫৬ রানের।


এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ৯১ ওভারে ৩ উইকেটে ৩২১ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুমিনুল (১০৮) ও মুশফিক (৮০)।