রাসেলকে নিয়ে উইন্ডিজদের টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া February 23, 2020 2,262
রাসেলকে নিয়ে উইন্ডিজদের টি-টোয়েন্টি দল ঘোষণা

২০১৯ বিশ্বকাপের মাঝপথে হাঁটুর চোটে ছিটকে যাওয়া আন্দ্রে রাসেলকে আবারো দেখা যাবে উইন্ডিজের জার্সিতে। শ্রীলঙ্কায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাকে দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।


১৪ জনের দলকে নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড। কয়েক দিন আগে জ্যামাইকায় গাড়ি দুর্ঘটনায় আহত হন ওশানে টমাস। সুস্থ হওয়ায় ২৩ বছর বয়সী পেসারকেও ডাকা হয়েছে দলে।


ফিটনেসের ঘাটতি থাকায় তিন ম্যাচের ওয়ানডের দলে ছিলেন না শিমরন হেটমায়ার। তবে শেষ ফিটনেস পরীক্ষায় পর্যাপ্ত মার্ক পাওয়ায় ৪ ও ৬ মার্চের টি-টোয়েন্টির দলে জায়গা মিললো এ ব্যাটসম্যানের।


ওয়েস্ট ইন্ডিজ দল:

কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে টমাস, হেইডেন ওয়ালশ, কেসরিক উইলিয়ামস।


সূত্রঃ স্পোর্টসজোন২৪