পছন্দের সেরা পাঁচ খেলোয়াড়ের নাম জানালেন নেইমার

ক্রিকেট দুনিয়া February 22, 2020 1,484
পছন্দের সেরা পাঁচ খেলোয়াড়ের নাম জানালেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছে তার নিজের দেখা সেরা পাঁচজন ফুটবলারের নাম। যেখানে মেসি-সুয়ারেজের সাথে আছেন নেইমারের বর্তমান ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে।


এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসী মিডফিল্ডার পল পগবা এবং রিয়াল মাদ্রিদের বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড।


তার পছন্দের সেরা তালিকায় যায়গা হয়নি কোন ব্রাজিলিয়ানের, এমনকি সেই তালিকায় নেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও!


নেইমার আরও জানিয়েছেন রোমারিও, রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, ইব্রাহিমোভিচের মতো খেলোয়াড়দের সাথে খেলতে পারলে খুশি হতেন।