আশরাফুল-ইয়াসিরের ব্যাটে বিসিএলের ফাইনালে পূর্বাঞ্চল

ক্রিকেট দুনিয়া February 17, 2020 1,630
আশরাফুল-ইয়াসিরের ব্যাটে বিসিএলের ফাইনালে পূর্বাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের দেয়া ২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইয়াসির আলীর সেঞ্চুরি ও আশরাফুলের হাফ সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় পূর্বাঞ্চল।


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে খেলতে নেমে নাঈম হাসানের স্পিন ঘূর্ণিতে বেশিক্ষন টিকে থাকতে পারেনি উত্তরাঞ্চল। ২৬৯ রানে তারা সব উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের সামনে লক্ষ্য দাঁড় করায় ২১১ রান।


ব্যাট করতে নেমে ইয়াসির আলীর ১১০ ও মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ৭০ রানে ভর করে উত্তরাজঞ্চলকে সহজেই হারায় পূর্বাঞ্চল।


উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৩৮ রান করেন মুশফিকুর রহিম। দক্ষিণাঞ্চলের হয়ে ৫ উইকেট শিকার করেন নাঈম হাসান।


এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে নাঈম হাসানের বোলিং ঘূর্ণিতে ২৭২ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। ১০৭ রান খরচায় ৮ উইকেট নিয়ে একাই প্রতিপক্ষকে ধ্বসিয়ে দেন স্পিনার নাঈম। তবে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে এনে দেন লড়াকু সংগ্রহ।


এরপর নিজেদের প্রথম ইনিংসে ইয়াসির আলী চৌধুরীর সেঞ্চুরি এবং অধিনায়ক ইমরুলের হাফ সেঞ্চুরিতে ৩৩১ রানের পুঁজি পায় পূর্বাঞ্চল। ১৫৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন ইমরুল। উত্তরাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করেন সানজামুল ইসলাম। ৩ উইকেট নেন সঞ্জিত সাহা।


সূত্রঃ আমাদের সময়