দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের প্রথম দুই টি-টোয়েন্টি ছিল উত্তেজনায় ভরা। শেষ বলের রোমাঞ্চে ইস্ট লন্ডনে ১ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ডারবানে শেষ বলেই ২ রানে জিতে সিরিজে ফিরেছিল ইংল্যান্ড। রোববার সেঞ্চুরিয়নে হলো রান বন্যা। ২২৩ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখে সহজেই তৃতীয় ম্যাচটি জিতলো ইংল্যান্ড।
৫ উইকেটের দুর্দান্ত জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিশ্চিত করলো ইংল্যান্ড। আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা করে ৬ উইকেটে ২২২ রান। জবাবে ইংল্যান্ড ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২২২/৬ (ক্লাসেন ৬৬, বাভুমা ৪৯, মিলার ৩৫*, ডি কক ৩৫)।
ইংল্যান্ড: ১৯.১ ওভারে ২২৬/৫ (জনি বেয়ারস্টো ৬৪, মরগান ৫৭*, বাটলার ৫৭)।
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।
৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
সূত্রঃ অনলাইন