একটা সময়ে জিম্বাবুয়ের সঙ্গেই বেশি সখ্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অন্যরা যখন বাংলাদেশের সঙ্গে খেলতে চাইত না তখন বিসিবির পাশে হাত বাড়িয়ে দিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের সঙ্গে নিয়মিত খেলার পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া লিগেও ক্রিকেটার পাঠাত জিম্বাবুয়ে। ঢাকা লিগসহ দেশের ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে জিম্বাবুয়ের ক্রিকেটাররা লম্বা সময় ধরেই থাকতেন বাংলাদেশে। তাদেরই একজন ব্রেন্ডন টেইলর।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর বলেন, প্রথমত ভালো লাগছে আরও একবার বাংলাদেশে আসতে পেরে। বাংলাদেশকে আমরা আমাদের দ্বিতীয় দেশ বলে থাকি। আমরা এখানকার কন্ডিশন জানি।