যুবদল থেকে যে ৩ ক্রিকেটার দ্রুত সুযোগ পেতে পারে জাতীয় দলে

ক্রিকেট দুনিয়া February 15, 2020 1,417
যুবদল থেকে যে ৩ ক্রিকেটার দ্রুত সুযোগ পেতে পারে জাতীয় দলে

এবারের যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে যুবদল। যেখানে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশের যুবারা। যাদের মধ্যে কয়েকজন আছে খুবই তাড়াতাড়ি সুযোগ পেতে পারে বাংলাদেশ জাতীয় দলের। এমন ৩ জন ক্রিকেটারের নাম জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ধারাভাষ্যকার ইয়ান বিশপ আলাদা করে বেছেই নিয়েছেন তিন ক্রিকেটারকে। অনূর্ধ্ব-১৯ দলের কোন তিন ক্রিকেটার সবার আগে জাতীয় দলে খেলতে পারেন, সে ভবিষ্যৎবাণীও করেছেন সাবেক এ ক্যারিবিয়ান পেসার।


পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ধারাভাষ্য দেন বিশপ। ভারতের বিপক্ষে স্নায়ুক্ষয়ী সে ম্যাচ ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনালে আকবর আলীদের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন বিশপ। বিশ্বকাপ নিয়ে যুবাদের উল্লাসের একটি ভিডিও টুইটারে সোমবার পোস্ট করেন তিনি। সেখানে লিখেছেন, ‘এই তরুণদের জন্য খুব ভালো লাগছে। আশা করি তাদের মধ্যে অনেক ভবিষ্যৎ তারকা আছে।’


বিশপের টুইটে বুধবার একটি প্রশ্ন করেন বাংলাদেশের এক ক্রিকেটপ্রেমী, ‘বাংলাদেশের কোন তিন ক্রিকেটার সবার আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বলে মনে করেন?’ খ্যাতনামা এ ধারাভাষ্যকার ও বিশ্লেষক টুইটে জবাব দেন, ‘সবার মধ্যে শরিফুল, হৃদয় ও আকবর আলীকে নিয়ে আশা করছি।’


ফাইনাল সহ গোটা টুর্নামেন্টেই দারুণ বল করেছেন বাঁহাতি পেসার শরিফুল। ফাইনালে ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। সেমিফাইনালেও দারুণ বল করেন তিনি। সুইং পান দুই দিকেই। সঙ্গে বাউন্স। তৌহিদ হৃদয় পুরো টুর্নামেন্টেই বেশ ভালো ব্যাট করেছেন।


আর ফাইনালে আকবর আলীর ইনিংসটি যুব বিশ্বকাপের ইতিহাসেই অন্যতম সেরা হয়ে থাকবে। ভীষণ চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে তার ৭৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসটি জিতিয়েছেন ম্যাচ। এর পাশাপাশি গোটা টুর্নামেন্টেই আলোচিত ছিল তার নেতৃত্ব।