করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থেকে দূরে থাকছে পুরো বিশ্ব। বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া না গেলেও চীনের সঙ্গে বাণিজ্যে নেতিবাচক প্রভাব ঠিকই পড়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ধস নেমেছে বাংলাদেশের কাঁকড়া ও কুঁচে রফতানি বাণিজ্যে। চীনই একমাত্র দেশ, যেখানে বাংলাদেশ থেকে কাঁকড়া ও কুঁচে রফতানি হয়।
এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সাতক্ষীরায় বিশাল একটি কাঁকড়ার খামার রয়েছে সাকিবের। সেখান থেকে গত দুই বছরে প্রায় ৪০০ মেট্রিক টন কাঁকড়া চীনে রফতানি করা হয়েছে। কিন্তু উদ্ভূত পরিস্থিতি সাকিবের ফার্মের কাঁকড়া বাণিজ্যে ধস নেমেছে।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি থেকে চীনে কাঁকড়া ও কুঁচে রফতানি বন্ধ হয়ে গেছে। ফলে এসব কাঁকড়া ও কুঁচে দেশেই বিক্রি করতে হবে। কিন্তু দেশে চাহিদার তুলনায় কাঁকড়ার উৎপাদন অনেক বেশি। যার ফলে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। যে কাঁকড়ার কেজি ছিল ২০০০ টাকা, তা এখন ৩০০ থেকে ৪০০ টাকায় নেমে এসেছে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ