বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সময়সূচি জেনেনিন

খেলাধুলার বিবিধ January 30, 2020 1,696
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সময়সূচি জেনেনিন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুইম্যাচ বাজে ভাবে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। দেশে ফেরার পর টেস্ট খেলেতে আগামী মাসের প্রথম সপ্তাহেই আবার পাকিস্তান যাবে টেস্ট খেলতে।


আগামী ফেব্রুয়ারির ৭-১১ তারিখ রাউলপিন্ডিতে হবে বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্টের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে আগামী এপ্রিলের ৫-৯ তারিখ।


• বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিঃ


দ্বিতীয় ভাগ:

৭-১১ ফেব্রুয়ারি- ১ম টেস্ট, রাউলপিন্ডি।


তৃতীয় ভাগ:

৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচি

৫-৯ এপ্রিল- ২য় টেস্ট, করাচি।