কেমন হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল জানালেন প্রধান নির্বাচক

খেলাধুলার বিবিধ January 29, 2020 1,484
কেমন হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল জানালেন প্রধান নির্বাচক

রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে বাংলাদেশ পাকিস্তানে রওনা দেবে ৪ ফেব্রুয়ারি রাতে। নির্বাচকেরা টেস্ট দল দিয়ে দেবেন ৩১ জানুয়ারি। ৩১ জানুয়ারি শুরু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের কোনো প্রভাব থাকছে না টেস্ট দল গঠনে।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘টেস্ট দল গঠনে বিসিএলের পারফরম্যান্স মূল্যায়ন হবে কীভাবে? দলই তো ৪ তারিখে চলে যাচ্ছে পাকিস্তানে। এখানে লজিস্টিকসের ব্যাপার আছে না! আমরা একটি অনুশীলন ম্যাচ আয়োজনের কথা ভেবেছিলাম।


সেটি না করে বিসিএলের একটি ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছি টেস্ট দলে থাকা ক্রিকেটারদের।’ টেস্ট দলে অভিজ্ঞদেরই সুযোগ করে দিতে চাইছেন নির্বাচকেরা। চমক হিসেবে নতুন কোনো নাম না থাকার কথাই বললেন মিনহাজুল, ‘টেস্টে তো আর পরীক্ষানিরীক্ষা করা যায় না। অভিজ্ঞরাই থাকছে।’ রাওয়ালপিন্ডি টেস্ট শুরু ৭ ফেব্রুয়ারি। এই টেস্ট খেলে বাংলাদেশ দলের ফেরার কথা ১২ ফেব্রুয়ারি।