বিশ্ব ব্যাপি সরাসরি সম্প্রচারিত হবে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের ম্যাচ

খেলাধুলার বিবিধ January 29, 2020 2,548
বিশ্ব ব্যাপি সরাসরি সম্প্রচারিত হবে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের ম্যাচ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী মার্চে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের দুটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আগামী ২১ ও ২২ মার্চ ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি ম্যাচ সারা বিশ্বে সরাসরি সম্প্রচারের জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দরপত্র গ্রহণ করবেন বলেই জানিয়েছেন।


টিভি চ্যানেল বা যেকোনো মার্কেটিং এজেন্সি এর জন্য আবেদন করতে পারবে। বিসিবি প্রধান নির্বাহীর কাছে সম্প্রচার স্বত্বের আবেদনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।


তবে এক্ষেত্রে অবশ্যই টিভি চ্যানেল বা মার্কেটিং এজেন্সির আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতা থাকতে হবে। বিসিবি থেকে একটি বিজ্ঞপ্তিতে এমনটিই বলা আছে। বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ দুটি সারা বিশ্বে সম্প্রচারের লক্ষ্যে দরপত্র আয়োজন করেছে বিসিবি।