কেন ফেসবুকের রংও নীল-সাদা? শুধু ফেসবুক কেন, নীল সাদা তো টুইটার, স্কাইপও। একই রঙের প্রতি সবার এই অগাধ প্রেমের রহস্যটা কী? জানেন?
এ নিয়ে জল্পনাও কম হয়নি কিন্তু। অনেকে আবার এর বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখাও দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, ফেসবুকের রঙ কেন নীল-সাদা সে রহস্যের সমাধান করেছেন খোদ জাকারবার্গই।
জানালেন, আসলে তিনি বর্ণান্ধ। লাল বা সবুজের মতো রংগুলি তিনি দেখতেই পান না। নীল রংটাই তিনি সব থেকে স্পষ্ট দেখতে দেখতে এবং বুঝতে পারেন। আর সাদা তার এমনিই পছন্দ। তাই ফেসবুকের জন্যও তিনি এই দু’টি রংকেই বেছে নিয়েছিলেন।