দেখে নিন, নতুন টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান

খেলাধুলার বিবিধ December 5, 2019 1,800
দেখে নিন, নতুন টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান

ওয়ানডে এবং টি২০ তে বাংলাদেশ যেমন উন্নতি করেছে বাংলাদেশ। টেস্টে তাঁর ধারে কাছেও যেতে পারেনি টাইগাররা। সর্বশেষ ভারতের কাছে বাজে ভাবে হেরেছে টিম বাংলাদেশ।


সম্প্রতি, আইসিসি নতুন করে টেস্ট র‍্যাংকিং প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, উন্নতি বা অবনতি কোনটাই হয়নি বাংলাদেশের। তারা আগে যেখানে ছিল সেই নয় নম্বরেই আছে।


ওয়েস্ট ইন্ডিজের কাছে আফগানিস্তান হারায় কোন বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। আফগানিস্তান জিতলেই চলে আসত ৯ নম্বরে। তখন বাংলাদেশকে যেতে হত দশে।


শীর্ষে আছে ভারত। দুইয়ে নিউজিল্যান্ড। তিনে ইংল্যান্ড। চারে দক্ষিণ আফ্রিকা। পাঁচে অস্ট্রেলিয়া। ছয়ে শ্রীলঙ্কা। সাতে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান আট নাম্বারে।