২০২০ আইপিএলের ড্রাফটের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কতৃপক্ষ। যেখানে ড্রাফটে নাম লিখিয়েছে ৬ জন বাংলাদেশী। প্রাথমিকভাবে কারা এই ৬ ক্রিকেটার সেটি জানা না গেলেও অবশেষে বিসিবি কতৃপক্ষের মাধ্যমে জানা গেছে সেই ৬ ক্রিকেটারের নাম। তারা হলেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
আইপিএলের এবারের ড্রাফটে নাম লেখানোর সবশেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। যেখানে এবারের আইপিএলে সর্বমোট ৯৭১ জন ক্রিকেটার নিলামে না লিখিয়েছে। এর মধ্যে ভারতের ক্রিকেটার ৭১৩ জন ও বিদেশী ক্রিকেটার ২৫৮ জন।
১১ দেশ থেকে এইসব বিদেশী ক্রিকেটার নাম লিখিয়েছে। যেখানে সবচেয়ে বেশি ৫৫ জন ক্রিকেটার আছে অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার আছে ৫৪ জন ক্রিকেটার। আর বাংলাদেশ থেকে আছে ৬ জন ক্রিকেটার।
এবারের আইপিএলে সবচেয়ে বেশি মূল্য ২ কোটি রুপি ধরা হয়েছে ৭ জন ক্রিকেটারের। তারা হলেন, ক্রিস লিন, গ্লিন ম্যাক্সওয়েল, রবিন উথাপ্পা, শন মার্শ, প্যাট কামিন্স, জশ হ্যাজলিউড, ডেল স্টেইন।
উল্লেখ্য, কলকাতায় আগামী ১৯ ডিসেম্বর বসবে এবারের আইপিএলের প্লেয়ার ড্রাফটের আসর। -স্পোর্টসজোন২৪