আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফগান অল রাউন্ডার মোহাম্মাদ নবী। কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে লঙ্গার এই ফরম্যাট থেকে অবসর নেন মোহাম্মাদ নবী। বর্তমান তার ধ্যান ধারণা সাদা বলের ক্রিকেটে। বিপিএল টুর্নামেন্টে চির চেনা পরিচিত মুখ মোহাম্মাদ নবী।
বিপিএলে নবীর যাত্রা শুরু ২০১৩ সাল থেকে। সে আসরে প্রতিনিধিত্ব করেছিলেন সিলেট রয়েলস দলের হয়ে। এর আগের আসর গুলোতে নবী নিয়মিত বিপিএলের ম্যাচ গুলো খেললেও কখনও কোন দলকে নেতৃত্ব দেননি তিনি।
তবে এবারের আসরে সেই সুযোগটাও পেয়ে গেলেন আফগান অল রাউন্ডার। বিপিএলের সপ্তম আসরে রংপুর রেঞ্জার্সের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফগান এই ক্রিকেটার মোহাম্মাদ নবী।
রংপুর রেঞ্জার্স স্কোয়াড: মুস্তাফিজুর রহমান, মোহাম্মাদ নাইম, আরাফাত সানি, জহুরুল ইসলাম, মোহাম্মাদ নবী, শেই হোপ, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ, নাদিফ চৌধুরী, রিশাদ হোসেন, লুইস গ্রিগরি, ক্যামেরন ডেলপোর্ট ও সানজিত সাহা।
তথ্যসূত্র : ক্রিকফ্রেঞ্জি