বন্ধু শোয়েবের জন্য বিমান ছেড়ে ট্রেনে উঠলেন সুধীর

খেলাধুলার বিবিধ November 9, 2019 1,056
বন্ধু শোয়েবের জন্য বিমান ছেড়ে ট্রেনে উঠলেন সুধীর

ভারতে ব্যস্ততম সময় পার করছে টাইগাররা। সেই সাথে টাইগার ভক্তরাও পার করছেন ব্যস্ত সময়। দেশের খেলায় এক মাঠ থেকে আরেক মাঠে দলের সাথে ছুটে যেতে হচ্ছে তাদের। দু দেশের সমর্থকরাই দারুণ এক মুহুর্ত পার করছেন দুই প্রতিবেশীর এই লড়াইয়ে।


টাইগারদের ভারত সফরের শুরুটা দিল্লি থেকে। সেখানে প্রথম টি-টোয়েন্টি শেষে আসতে হয়েছে রাজকোটে। ভক্তরাও এসেছেন বিভিন্ন পথে। রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে অলিখিত ফাইনালে কালকে নাগপুরে মুখোমুখি হবে দুদল। তাই রাজকোটের ম্যাচ শেষে হাজার কি.মি পাড়ি দিতে হয়েছে দুই দলকে।


বসে থাকার সুযোগ নেই ভক্তদেরও। রাজকোট থেকে সড়ক পথে ১২০১ কি.মি পথ পাড়ি দিতে দ্রুতই যাত্রা শুরু করেছেন তারাও। তেমনিভাবে নাগপুরের উদ্দেশ্যে যাত্রার জন্য রেলপথ বেছে নেন টাইগার ভক্ত শোয়েব। অন্যদিকে ভারতীয় সমর্থক হিসেবে খ্যাতি পাওয়া সুধীর বেছে নেনে বিমান পথে যাত্রা।


কিন্তু, বন্ধু শোয়েবের দীর্ঘ পথের সঙ্গী হতে বিমান পথ ত্যাগ করেন সুধীর। বিমানে যেতে যেখানে লাগে ৫ ঘন্টা। সেখানে আরামদায়ক এ পথ ত্যাগ করে ২১ ঘন্টার ভ্রমনের পথ বেছে নেন সুধীর।


প্রতিবেশী দুই দেশের ক্রিকেটাররা যেরকম মাঠেই শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী বাইরে বন্ধু। ঠিক তেমনি শোয়েব-সুধীরও মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও এর বাইরে দারুণ বন্ধু তারা। তাইতো বন্ধু শোয়েবের দীর্ঘ ভ্রমনের সঙ্গী হয়ে বন্ধুত্বের পরিচয় দিতে ভুল করেননি ভারতীয় সমর্থক সুধীর। -স্পোর্টসজোন২৪