তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে ৯১ রানে অলআউট চট্টগ্রাম বিভাগ

খেলাধুলার বিবিধ November 3, 2019 1,200
তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে ৯১ রানে অলআউট চট্টগ্রাম বিভাগ

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিধ্বংসী বোলিং করলেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। স্বাগতিক চট্টগ্রাম বিভাগে মাত্র ৯১ রানে অলআউট করেছে ঢাকা মেট্রো। মোহাম্মদ শরীফ উল্লাহ তুলে নেন ৪ টি উইকেট এবং তাসকিন তুলে নেন ৩ টি উইকেট।


ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ রানে ২ উইকেট হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। এই ইনিংসে ও তাসকিন আহমেদ ও মোহাম্মদ শরীফ উল্লাহ একটি করে উইকেট নিয়েছেন। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম এর ১৭৮ রানের উপর ভর করে ৪০৩ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো।