বিশ্ব ম্যালেরিয়া দিবসে জেনে নিন মশা সম্পর্কে ৫ টি মজার তথ্য !

জানা অজানা April 26, 2016 1,368
বিশ্ব ম্যালেরিয়া দিবসে জেনে নিন মশা সম্পর্কে ৫ টি মজার তথ্য !

আজ ২৫ এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস। সকলেই জানেন যে, ম্যালেরিয়া রোগ ছড়ায় মশা। আমার, আপনার চারপাশে যে ছোট্ট পতঙ্গটা ভোঁ ভোঁ করে ঘুরে বেরায়, আর এরকম জঘন্য সব রোগের জন্ম দিয়ে যায়, আজ অবসরে সেই মশা নিয়েই জেনে নিন না ৫ টা তথ্য।


হ্যাঁ, এগুলো ছোটবেলায় জানার জিনিস। কিন্তু বড় হয়েও জানতে মন্দ লাগবে না। বরং, মনে পড়তে পারে যে, এক বিশ্ব ম্যালেরিয়া দিবসে জেনেছিলেন মশা নিয়ে ৫ টা তথ্য।



১) একটা মশা প্রায় ৫ থেকে ৬ মাস বেঁচে থাকতে পারে।


২) মশার ডানাগুলো এক সেকেণ্ডে প্রায় ৩০০ থেকে ৬০০ বার পর্যন্ত ঝাপটায়। তাহলেই বুঝুন, ওদের দৌরাত্ম্যে কেন কানের দফারফা হবে না।


৩) মশারা সাধারণত, ঘণ্টায় ১০০ থেকে ১৫০ মাইল পর্যন্ত গতিবেগে উড়তে পারে। ওরা আকারেই ছোট। কিন্তু গতিটা অনেক বেশি!


৪) শুধুমাত্র স্ত্রী মশারাই মানুষকে কিংবা অন্য প্রাণীদের কামড়ায়। পুরুষ মশারা কিন্তু মানুষ বা প্রাণীদের কামড়ায় না।


৫) পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর রোগের জীবানুগুলি সবথেকে বেশি ছড়ায় মশারাই। বলতে পারেন, এই পৃথিবীতে এরাই সবথেকে ঘাতক।