দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। শ্রীঘ্রই তিনজনের পরিবার পরিণত হচ্ছে চারজনে।
ইনস্টাগ্রাম পোস্টে সুখবরটি জানিয়েছেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা। তামিম, একমাত্র ছেলে আরহাম ইকবালের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আয়েশা লিখেছেন, ‘আমি জানি, ছবিটির মান খুব একটা ভালো নয়। তবে ছবিটি আমার কাছে অমূল্য। আমাদের চারজনের পরিবার ইনশাল্লাহ।’
দীর্ঘ দিন প্রেমের পর ২০১৩ সালে জুনে প্রেমিকা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার তামিম। বিয়ের তিন বছর পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তাদের ঘরে আসে প্রথম সন্তান আরহাম ইকবাল খান।