ভক্তের পুরো শরীরে শুধু বিরাট কোহলি। পিঠে যেমন ১৮ নম্বর তেমন বুকের পাশে বিরাটের মুখ আর অন্য পাশে ভারতীয় ক্রিকেট দলের লোগো। এমন এক ভক্তকে সামনে পেয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।
বিশাখাপত্তনমে প্রথম টেস্টের আগেই ভক্তের সঙ্গে দেখা করেছেন কোহলি। যাঁর পুরো শরীরে ট্যাটু। যার মধ্যে রয়েছে বিরাটের সাফল্যের নমুনা। তাঁর ভক্তের কোনও হিসেব নেই। গোটা বিশ্ব জুড়েই রয়েছে তাঁর ভক্তকূল।
কিন্তু এমন ভক্তকে বুক টেনে না নিয়ে পারলেন না তিনি। জড়িয়ে ধরলেন তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের আগে সংবাদ-সম্মেলনের পর সেই ভক্তের শরীরে তৈরি ট্যাটুগুলোকে ভাল মতো দেখেন বিরাট।
সূত্রঃ স্পোর্টসজোন২৪