সর্বোচ্চ উইকেট শিকারের শীর্ষে সাইফউদ্দিন

খেলাধুলার বিবিধ September 23, 2019 1,878
সর্বোচ্চ উইকেট শিকারের শীর্ষে সাইফউদ্দিন

বর্তমান সময়ে বাংলাদেশের পেসারদের মধ্যে সব থেকে আলাদা করে নিজেকে গড়ে তুলছেন সাইফউদ্দিন। প্রতিদিনই যেন চেষ্টা করছেন নিজের উন্নতি করতে। আর তার দেখা পাওয়া যায় ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টেই।


সিরিজের গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুইজনই ৭টি করে উইকেট শিকার করেছেন। যদিও তার সমান ৭ উইকেট নিয়ে যৌথভাবে আছেন আফগান স্পিনার মুজিবুর রহমান।


শীর্ষ পাঁচে বাংলাদেশের সাইফউদ্দিন ছাড়া আর কেউই নেই। সাইফউদ্দিনের পর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।


• গ্রুপ পর্ব শেষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের শীর্ষ পাঁচ বোলার:-


খেলোয়াড় – ম্যাচ – ওভার – রান – উইকেট


মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ):- ৪-১৬.০-৯৬-৭


মুজিবউর রহমান (আফগানিস্তান):- ৪-১৫.০-৯১-৭


ক্রিস এমপোফু (জিম্বাবুয়ে):- ২-৮.০-৭২-৬

রশিদ খান (আফগানিস্তান):- ৪-১৫.০-১০৮-৬


কাইল জার্ভিস (জিম্বাবুয়ে):-৪-১৫.০-১৪৩-৬।


সূত্রঃ স্পোর্টসজোন২৪