বর্তমান সময়ে বাংলাদেশের পেসারদের মধ্যে সব থেকে আলাদা করে নিজেকে গড়ে তুলছেন সাইফউদ্দিন। প্রতিদিনই যেন চেষ্টা করছেন নিজের উন্নতি করতে। আর তার দেখা পাওয়া যায় ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টেই।
সিরিজের গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুইজনই ৭টি করে উইকেট শিকার করেছেন। যদিও তার সমান ৭ উইকেট নিয়ে যৌথভাবে আছেন আফগান স্পিনার মুজিবুর রহমান।
শীর্ষ পাঁচে বাংলাদেশের সাইফউদ্দিন ছাড়া আর কেউই নেই। সাইফউদ্দিনের পর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
• গ্রুপ পর্ব শেষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের শীর্ষ পাঁচ বোলার:-
খেলোয়াড় – ম্যাচ – ওভার – রান – উইকেট
মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ):- ৪-১৬.০-৯৬-৭
মুজিবউর রহমান (আফগানিস্তান):- ৪-১৫.০-৯১-৭
ক্রিস এমপোফু (জিম্বাবুয়ে):- ২-৮.০-৭২-৬
রশিদ খান (আফগানিস্তান):- ৪-১৫.০-১০৮-৬
কাইল জার্ভিস (জিম্বাবুয়ে):-৪-১৫.০-১৪৩-৬।
সূত্রঃ স্পোর্টসজোন২৪