ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাট হাতে নেমে আর মাত্র ১০ রান করলেই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলারকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে রানের দিক থেকে ব্রেন্ডন ম্যাককালামের পাশে নাম লেখাবেন মুশফিক। সেই সাথে জায়গা করে নিবেন বিশ্বসেরা পাঁচ উইকেটরক্ষকের তালিকাতেও।
এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিক ৮১ ম্যাচে করেছেন ১২০১ রান। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৪৩ রান। অন্যদিকে ইংলিশ কিপার বাটলার করেছেন ১১৫২ রান। উইকেটরক্ষক মুশফিক আর ১০ রান করতে পারলে ছাড়িয়ে যাবেন এই ইংলিশম্যানকে।
এ তালিকায় সবার উপরে ১৯১৮ রান করে অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। দ্বিতীয়তে আছেন ভারতের মাহেন্দ্র সিং ধোনি। ৯৮ ম্যাচে তার রান ১৬১৭।
লঙ্কান সাবেক উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা ৫৫ ম্যাচে করেছেন তৃতীয় সর্বোচ্চ ১৩৭১ রান। নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালাম ৪২ ম্যাচে করেছেন ১৩৫২ রানে অবস্থান করছেন চারে। মুশফিক ছয়ে আছেন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪