ম্যাচ হেরে যাকে দুষলেন রশিদ খান

খেলাধুলার বিবিধ September 22, 2019 1,568
ম্যাচ হেরে যাকে দুষলেন রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে হারতে হয় আফগানিস্তান দলকে। আর এমন হারেই বড় ধরণের ধাক্কা খেল আফগানিস্তান দল। এমন হারের পরেই সংবাদ সম্মেলনে আসেন রশিদ।


এই ম্যাচ হেরেই রশিদ জানান নিজের মনের আক্ষেপের কথা। এই ব্যাপারে রশিদ বলেন ,’আসলে কি আমাদের শুরুটা ছিলো বেশ দুর্দান্ত। কিন্তু এর আগের দুই ম্যাচেও আমরা দেখেছি যে আমাদের টপ অর্ডাররা খুব আর্লি ফিরে গিয়েছে। আর এই ম্যাচেও আমাদের সাথে এমনটাই হলো।’


এই ব্যাপারে তিনি বলেন ,’ আসলে কি এখানে বলার নাই কিছু। আমাদের ফিল্ডিংটাও ছিলো যাচ্ছেতাই। তাই এখানে এমন ফর্ম খারাপ হল সবার। ফিল্ডিংটা ভালো হলে আরো বেশি ফাইট দিতে পারতাম আমরা।’