সাকিবকে অভিনন্দন জানাল সানরাইজ হায়দ্রাবাদ

খেলাধুলার বিবিধ September 22, 2019 1,469
সাকিবকে অভিনন্দন জানাল সানরাইজ হায়দ্রাবাদ

অবশেষে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়লাভ করলো বাংলাদেশ। প্রথমে বল হাতে, পরে ব্যাট হাতে দলকে ভরসা দিলেন সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে যতটা দায়িত্ব নেয়া প্রয়োজন, পুরোটাই নিলেন নিজের কাঁধে। তাতেই অবশেষে আফগানবধ সম্ভব হলো।


ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এই ত্রিদেশীয় সিরিজেও প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ।


এবার আর সে সুযোগ দিল না টাইগাররা। চট্টগ্রামে সাকিবের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে আফগানিস্তানকে ৪ উইকেট আর এক ওভার হাতে রেখেই হারিয়েছে স্বাগতিক দল।


বল হাতে ৪ ওভারে ২৪ রান নিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরে ব্যাট হাতে দলের বিপদের মুখে করলেন অপরাজিত এক হাফসেঞ্চুরি। ৪৫ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় সাকিব অপরাজিত থাকেন ৭০ রানে।


এদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফেসবুক বার্তায় সাকিবকে অভিনন্দন জানিয়ে তারা লেখেন।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট