বাংলাদেশ থেকে জাতীয় দলকে বিদায় জানিয়ে দিলেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ক্রিকেটকে বিদায় জানালেন অতীতের কথা মনে করলেন হ্যামিল্টন মাসাকাদজা। বিদায় দিনে হ্যামিল্টন মাসাকাদজা কে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেটের প্রিয়বন্ধু শেষদিনে স্মরণ করলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফি বিন মর্তুজা অধিনায়কত্বে অনেক ম্যাচ খেলেছেন হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট লিগের নিয়মিত মুখ ছিলেন তিনি।
জিম্বাবুয়ের পর বাংলাদেশেই মনে হয় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন হ্যামিল্টন মাসাকাদজা। তাইতো বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানালেন জিম্বাবে এই কিংবদন্তী ব্যাটসম্যান।
এই ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে আসেন মাসাকাদজা। এই ব্যাপারে তিনি বলেন ,’ আসলে কি এই ম্যাচের পরে অনেক ভালো লেগেছে। আর বাংলাদেশ অবশ্যই ধন্যবাদ দেওয়ার দরকার।’
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট