সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে ইতোমধ্যেই ফাইনালে নিজেদের তুলে রেখেছে আফগানিস্তান। বাকি দুইটি ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার জন্য। কারণ বাংলাদেশও এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে গিয়েছে।
তারপরও কোনো ম্যাচকেই হাল্কাভাবে নিচ্ছে না আফগানরা। বরং এখান থেকেই সামনের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখছে তারা৷ তাই তো প্রতিটি ম্যাচের আগেই করছে কঠোর পরিশ্রম।
তেমনি গতকাল বৃহস্পতিবারও লম্বা সময় প্রস্তুতি সেরেছে তারা। মাঠে এসে আফগান অধিনায়ক রশিদ খান প্রথমেই ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন। খেলছিলেন বড় বড় শট। এসময় তার মারা একটি শট গিয়ে সজোরে আঘাত হানে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ভিআইপি বক্সের কাঁচে।
বলা বাহুল্য, কাঁচটি ভেঙে গিয়েছিল। এসময় রসিকতা করে তাকে বলা হয় যেন তিনি আরো একবার কাঁচ ভাঙেন। উত্তরে রশিদ খান যেন হলেন আরো এক লাইন সরেস। তিনি বলেন, ‘এবার কাঁচ ভাঙলে তাঁরা (কর্তৃপক্ষ) আমাকে মেরেই ফেলবে।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪