ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আগামীকাল আবার ও আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ফাইনালের আগে রশীদ খানদের বিপক্ষে ম্যাচটিকে ‘রিহার্সাল’ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। সেই সঙ্গে এই মহড়া জিতে আফগান জাদু কাটাতে চান তিনি।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে খুব খারাপ সময় কেটেছে বাংলাদেশের। চট্টগ্রামে একমাত্র টেস্টে বাজেভাবে হেরেছে স্বাগতিকরা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও রশীদ-নবীদের কাছে পরাস্ত হয়েছে সাকিব-মুশফিকরা। কিন্তু এবারের জিততে চান আগামী কালকের ম্যাচে।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি, পরের ম্যাচে আমাদের ফোকাস দেওয়া উচিৎ। আমাদের মনে রাখা প্রয়োজন যে, র্যাংকিংয়ে তারা আমাদের ওপরে আছে।
আমরা যদি জিততে চায় তবে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। পরের ম্যাচের জন্য আমাদের আত্মবিশ্বাস দরকার যাতে আমরা ম্যাচটিতে ভাল খেলতে পারি। আর ফাইনালে সেটিই আমাদের এগিয়ে রাখবে।’
সূত্রঃ বাংলাওয়াসক্রিকেট