ধর্মশালায় বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর মোহালিতে আজ ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস চ্যানেল।
চলতি সিরিজে বড় পরীক্ষার সামনে ধোনির পরিবর্তে জায়গা তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। ভুলভাল শট মেরে আউট হওয়ার জন্য ইতিমধ্যেই হেডস্যারের সতর্কবার্তা পেয়ে গিয়েছেন ধোনির উত্তরসূরি। মোহালিতে লড়াইয়ে নামার আগেই নতুন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কাছেও বার্তা পেয়ে গেলেন পন্থ।
ভারতীয় টিম আসলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠন করছে ও প্রস্তুতি হিসাবে নিচ্ছে। যদিও বিশ্বকাপের আগে আরো বিশটা ম্যাচ খেলবে কোহলি বাহিনী।
প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই ম্যাচের সিরিজ হওয়ায় বুধবারের ম্যাচ দুই দলের কাছেই মাস্ট উইন গেম। চলতি সিরিজের অন্যতম ইউএসপি হতে চলেছে বিরাট কোহলি বনাম কাগিসো রাবাদার লড়াই।
সেই সঙ্গে কুলদীপ-চাহলের অনুপস্থিতিতে ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহরদের মতো তরুণদের কাছে নিজেদের মেলে ধরার আদর্শ মঞ্চ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪