নিজেদের তৃতীয় ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে স্কিল অনেক গুরুত্বপূর্ণ। ওদের স্পিনারদের প্রায় সবাই রিস্ট স্পিনার। চাইলেই ওদের বলে চার-ছক্কা মারতে পারবেন না। এক্ষেত্রে স্কিলের একটা ব্যাপার আছে। আমাদের সবই ঠিক আছে। কিন্তু কিছু জায়গায় হয়ত ঘাটতি থেকে যাচ্ছে। এজন্যই হয়ত অল্প রানে হেরে যাচ্ছি। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে।’
সমস্যা যেমন আছে, সমাধানও নিশ্চয়ই আছে। একটু দেখেশুনে খেললেই জয় পাওয়া সহজ হয়ে যাবে বলে মনে করেন মোসাদ্দেক, ‘আফগানদের সঙ্গে খেলা হলেই ওদের স্পিনারদের কথা উঠে আসে। তবে আমরা যদি ওদের স্পিনারদের আরেকটু দেখে খেলি তাহলে ভুলগুলো হয়ত কমে যাবে। আমাদের হারের ব্যবধান কিছু বেশি না- ১৫/২০ রানের। যেসব ক্ষেত্রে তাড়াহুড়ো করছি সেসব জায়গায় একটু দেখেশুনে খেললে ম্যাচ জেতা সহজ হবে।’
চলতি সিরিজের দলে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজসহ ৪ জনকে। রুবেল হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে যুক্ত হয়েছেন নবীন দুই ক্রিকেটার।
শেষ দুটি ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন তরুণ মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব। দুজনেরই ভালো সম্ভাবনা দেখছেন মোসাদ্দেক, ‘দলে লেগ স্পিনার থাকা দরকার। আর বিপ্লব ভালো উইকেটে ভালো বোলিং করতে পারে। আশা করি দুজনেই ভালো কিছু করবে।’
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট