বাংলাদেশের মানুষ খুব ভালো : রশিদ খান

খেলাধুলার বিবিধ September 16, 2019 1,413
বাংলাদেশের মানুষ খুব ভালো : রশিদ খান

একমাত্র টেস্টে জয়ের পর টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ সফরটা দারুণ কাটছে আফগানিস্তানের। আর বাংলাদেশ তাই ভীষণ উপভোগ করছেন দলটির অধিনায়ক রশিদ খান।


বর্তমান সময়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখন রশিদই বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক। বয়স মাত্র ২০ বছর। এরই মধ্যে কত অর্জন! রশিদ নিজের পারফরম্যান্স এবং দল নিয়ে গর্ববোধ করতেই পারেন।


বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে আফগান অধিনায়ক জানান বাংলাদেশে আসার পর তার ভালো লাগছে।


রশিদ বলেন, ‘খুব ভালো লাগছে। আমরা এখানে টেস্ট জিতেছি, তাই আরও ভালো লাগছে। আমি এখানকার আবহাওয়া উপভোগ করছি। খুব বেশি গরম নেই। এখানে ভালোই লাগে।’


বাংলাদেশের মানুষ নিয়ে লেগস্পিনার বলেন, ‘এখানকার মানুষজন খুব ভালো। তারা ক্রিকেট ভালোবাসে। আমাদেরও অনেক সম্মান করে। তাই এখানে খুব ভালো লাগে।’


উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই জিম্বাবুয়ে ও বাংলাদেশকে সহজেই হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে চলে গেছে রশিদ খানের আফগানিস্তান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪